ধানমন্ডিতে রজনীগন্ধা পরিবহনের বাসে আগুন

রাজধানীর ধানমন্ডিতে ১টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অগ্নীসংযোগকারীরা
বিজ্ঞাপন
রাজধানীর ধানমন্ডিতে ১টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অগ্নীসংযোগকারীরা।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ধানমন্ডির কেয়ারি প্লাজার সামনে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বিত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গুলিস্তানে বাহন পরিবহনের বাসে আগুন
বিজ্ঞাপন
এছাড়া, মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় বাংলামোটর মোড়ে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বিত্তরা। রাতেই যাত্রাবাড়ী থানার কাজলা ফুট ওভার ব্রিজের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার তথ্য পাওয়া যায়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে বিএনপি-জামায়াতে ইসলামী ডাকা ৩৬ ঘণ্টার অবরোধের শেষ দিন বুধবার (১৩ ডিসেম্বর)। ১১ দফায় ডাকা এ আন্দোলন শেষ হবে সন্ধ্যা ৬টায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: হানিফ ফ্লাইওভারের নিচে চলন্ত বাসে আগুন
বিজ্ঞাপন
এদিকে মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন, ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সারা দেশে অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেবি/এজে








