Logo

১২ দিনের শীতকালীন ছুটিতে ইবি, খোলা থাকবে আবাসিক হল

profile picture
জনবাণী ডেস্ক
২২ ডিসেম্বর, ২০২৩, ০২:০৮
১২ দিনের শীতকালীন ছুটিতে ইবি, খোলা থাকবে আবাসিক হল
ছবি: সংগৃহীত

বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ ভাবে নিষেধাজ্ঞা দিয়ে মাইকিং করে ঘোষণা করেছে প্রশাসন।

বিজ্ঞাপন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) শীতকালীন ও যিশুখ্রীস্টের জন্মদিন উপলক্ষে ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ডিসেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, শীতকালীন ও যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে আগামী ২৩ ডিসেম্বর হতে ৩ জানুয়ারি পর্যন্ত ক্লাস ছুটি এবং আগামী পহেলা জানুয়ারি পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে।অফিস বন্ধ থাকলেও এই সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ যেমন-চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেটসমূহ চালু থাকবে বলে জানা তিনি।

তবে ছুটি চলাকালীন সময়ে আবাসিক হলসমূহ খোলা থাকবে বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও তিনি জানান, প্রভোস্ট কাউন্সিলের ১২৬তম জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রতি হলে রাতে অন্তত অতিরিক্ত ২ জন এবং দিনে অন্তত ১ জন নিরাপত্তা প্রহরী প্রদান করা হবে।

এদিকে দীর্ঘ ছুটিতে নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ ভাবে নিষেধাজ্ঞা দিয়ে মাইকিং করে ঘোষণা করেছে প্রশাসন।

বিজ্ঞাপন

আরএক্স/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD