আমি রিস্কে আছি: মাহি

গণসংযোগ করার সময় নৌকার প্রার্থীর সমর্থকরা আমাকে বিভিন্নভাবে হেনস্তা করছে।
বিজ্ঞাপন
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, “আমাকে পরিকল্পিতভাবে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর লোকজন আমার প্রচারণায় বিভিন্ন ভাবে বাঁধা দিচ্ছে। আমি ভীতসন্ত্রস্ত। আমার পথসভায় তার কর্মীরা হুট করে ঢুকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে পারে। এ নিয়ে আমি রিস্কে আছি।”
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে মাহি নিজেই গণমাধ্যমকর্মীদের এক ভয়েস বার্তায় এই উদ্বেগের কথা জানিয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “গণসংযোগ করার সময় নৌকার প্রার্থীর সমর্থকরা আমাকে বিভিন্নভাবে হেনস্তা করছে। দুদিন আগে ভোট চাওয়ায় সময় একজন মহিলা আমার ভিডিও করতে লাগল। এরপর তিনি আমাকে নানান বিষয়ে জিজ্ঞেস করতে লাগলেন। তিনি আমাকে প্রশ্ন করেন এ এলাকার জন্য কী করেছেন? করোনার সময় কী করেছেন? তিনি ভিডিওটা ফেসবুকে আপলোড করে দিয়েছিলেন। অনেকেই সেটা দেখেছেন। পরে আমি খোঁজ নিয়ে জেনেছি, তিনি মহিলা যুব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।”
বিজ্ঞাপন
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, “মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিজ্ঞাপন
জেবি/এসবি









