Logo

দীর্ঘ ১৫ বছরে রামপাল মোংলা আসনে আমরা ব্যাপক উন্নয়ন করেছি: হাবিবুন নাহার

profile picture
জনবাণী ডেস্ক
৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৬
58Shares
দীর্ঘ ১৫ বছরে রামপাল মোংলা আসনে আমরা ব্যাপক উন্নয়ন করেছি: হাবিবুন নাহার
ছবি: সংগৃহীত

নৌকা মার্কায় উপস্থিত সকলের কাছে ভোট চেয়েছেন বাবিবুন নাহার।

বিজ্ঞাপন

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত রামপাল-মোংলা সংসদীয় আসনের নৌকার নৌকা প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, বাংলাদেশে উন্নয়নের মার্ক হলো নৌকা। আওয়ামী লীগের নৌকা মার্কা যখনই বিজয়ী হয়েছে তখনই দেশের উন্নয়ন হয়েছে। এক কথায় বলতে গেলে আওয়ামী লীগ হচ্ছে উন্নয়নের সরকার। তাই উন্নয়ন চাইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিবেন। 

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে মোংলার ঐতিহ্যবাহী হ্যালিপ্যাড মাঠে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত স্বরণ কালের সবচে বৃহৎ নৌকার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বেগম হাবিবুন নাহার বলেন, দীর্ঘ ১৫ বছরে রামপাল মোংলা আসনে আমরা ব্যাপক উন্নয়ন করেছি। আপনি শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের অলিতে-গলিতে আমাদের উন্নয়ন দেখতে পাবেন। এরআগে কোন সরকার এরকম উন্নয়ন করতে পারেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শুধু রামপাল মোংলা নয় পুরো বাংলাদেশ উন্নয়ন'র জোয়ার বইছে। 

তিনি বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় থেকে উন্নয়নের নামে দেশটাকে ধ্বংস করে দিয়েছিল। তারা বহির্বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছিল। আর আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে দেশে উন্নয়নের মাধ্যমে চেহেরা পাল্টে দিয়েছে। তাই আধুনিক রামপাল মোংলা গড়তে এবং সারা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় উপস্থিত সকলের কাছে ভোট চেয়েছেন বাবিবুন নাহার। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও জনসভায় তিনি এলাকার উন্নয়নে নানা ধরনের প্রতিশ্রুতি ও দেন। সভায় উপজেলা আ'লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস'র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা। নির্বাচনীয় জনসভা শুরুর পূর্ব থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আসতে থাকে নেতা কর্মী ও সমর্থকেরা। নির্বাচনীয় জনসভা রুপ নেয় জনতার মহা সমুদ্রে।

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD