Logo

অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বসেরা মাইক্রোসফট

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জানুয়ারি, ২০২৪, ০৩:৩০
অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বসেরা মাইক্রোসফট
ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়ে যাওয়ায় প্রযুক্তি দুনিয়ায় অ্যাপলকে টপকে এখন বিশ্বসেরা মাইক্রোসফট।

বিজ্ঞাপন

বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট অ্যাপলকে ছাড়িয়ে সবচেয়ে দামি প্রতিষ্ঠানের তকমা নিজেদের করে নিয়েছে  বিল গেটসের মালিকানাধীন প্রতিষ্ঠান মাইক্রোসফট।

শুক্রবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, পুঁজিবাজারে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়ে যাওয়ায় প্রযুক্তি দুনিয়ায় অ্যাপলকে টপকে এখন বিশ্বসেরা মাইক্রোসফট।

বিজ্ঞাপন

আইফোনের বিক্রি কমে গেছে এতে করে পুঁজিবাজারে অ্যাপলের শেয়ারের দাম কমেছে। আর অ্যাপলের পতেন ২০২১ সালের পর ফের বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের খেতাব ফিরে পেল মাইক্রোসফট। 

বিজ্ঞাপন

এদিকে, অ্যাপলের শেয়ারের দাম শূন্য দশমিক দুই শতাংশ বেড়েছে। বিপরীতে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়েছে এক শতাংশ। মাইক্রোসফটের বর্তমান মূলধন ২ দশমিক ৮৮৭ ট্রিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

গেল ১৪ ডিসেম্বর পুঁজিবাজারে অ্যাপলের মূলধন দাঁড়িয়েছিল তিন দশমিক শূন্য আট ট্রিলিয়ন ডলারে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট ওপেনএআইর প্রযুক্তি গ্রহণ করায় এর ক্লাউড ব্যবসা গত জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে বেড়ে যায়। এ ছাড়াও, ওয়েব সার্চে গুগলের একাধিপত্যকেও চ্যালেঞ্জ করেছে মাইক্রোসফট। আর এসবের ইতিবাচক প্রভাব পড়ে প্রতিষ্ঠানটির শেয়ার বাজারে।

বিজ্ঞাপন

২০১৮ সালের পর মাইক্রোসফট স্বল্প সময়ের জন্য অ্যাপলকে টপকে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান হয়। ২০২১ সালে আইফোনের শেয়ারের দাম বেড়ে গেলে বিশ্বসেরা প্রতিষ্ঠানের খেতাব ফিরে পায় অ্যাপল।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD