Logo

নীতি সুদহার বৃদ্ধি করে নতুন মুদ্রানীতি ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জানুয়ারী, ২০২৪, ০৪:০৮
71Shares
নীতি সুদহার বৃদ্ধি করে নতুন মুদ্রানীতি ঘোষণা
ছবি: সংগৃহীত

বুধবার (১৭ জানুয়ারি) মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

উচ্চ মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে টাকার সরবরাহ কমানোর পাশাপাশি নীতি সুদহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে আনতে চাই বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৭ জানুয়ারি) চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরগণ, বিএফআইইউ'র প্রধান কর্মকর্তা, প্রধান অর্থনীতিবিদ, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্রগণ উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নীতি সুদহার ৭.৭৫ শতাংশ থেকে ৮ শতাংশে বৃদ্ধি পেয়েছে। যার ফলে কেন্দ্রীয় ব্যাংক আরও সংকোচনমূলক মুদ্রা সরবরাহের দিকে হাঁটছে।

বিজ্ঞাপন

রিভার্স রেপো (বর্তমান নাম স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি) নিম্নসীমার সুদহার ৫.৭৫ শতাংশ থেকে ৭৫ শতাংশীয় পয়েন্ট বৃদ্ধি করে তা ৬.৫০ শতাংশ করা হয়েছে। বাজারে অতিরিক্ত টাকা থাকলে কেন্দ্রীয় ব্যাংক রিভার্স রেপোর মাধ্যমে তুলে নেয়।

বিজ্ঞাপন

নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা স্পেশাল রেপো বা এসএলএফের সুদহার ৯.৭৫ শতাংশ থেকে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৯.৫০ শতাংশ করা হয়েছে। যার ফলে সংকটে থাকা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে টাকা ধার করতে কিছুটা ব্যায় কমবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD