Logo

কুবিতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জানুয়ারী, ২০২৪, ০৭:০৪
49Shares
কুবিতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু
ছবি: সংগৃহীত

ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

বিজ্ঞাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ (ছাত্র-ছাত্রী) ব্যাডমিন্টন প্রতিযোগিতা২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের সঞ্চালনায় প্রতিযোগিতাটির উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্বোধনী ম্যাচে ছাত্রীদের খেলায় মাঠে নামেন নৃবিজ্ঞান বিভাগ সেটে ফার্মাসিকে হারায় এবং ছাত্রদের খেলায় নৃবিজ্ঞান বিভাগকে ২-০ সেটে হারিয়ে জয়ী হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

এর আগে, উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা ক্রিটিকাল থিংকিং, অথেন্টিক লার্নিংয়ের মাধ্যমে গুনগত শিক্ষা অর্জন করবে। এর পাশাপাশি তারা খেলাধুলাতেও সেরাদের সেরা হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সব দিয়ে একটি লিডিং বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। আর এই পর্যায়ে নিতে পারবে একমাত্র শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পড়ালেখা নয়। আমরা শিক্ষার্থীদের মেধা বিকাশের কথা চিন্তা করে নানা ধরনের খেলা আয়োজন করে যাচ্ছি। সামনের দিনেও এই ধারা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, আমরা ধারাবাহিকভাবে ছাত্র-ছাত্রী উভয়ের জন্য বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করে যাচ্ছি। সকলের সহযোগিতার কারনে আমরা বিগত সময়ে সুষ্ঠুভাবে প্রতিযোগিতাগুলো আয়োজন করতে পেরেছি। সামনের দিনেও সকলের সহযোগিতা থাকবে বলে বিশ্বাস করি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ জিয়া উদ্দিন, শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান, সহকারী প্রক্টর মো. জাহিদ হাসান, আবু ওবায়দা রাহিদসহ আরো অনেকে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD