সৌরজগতে নতুন নক্ষত্রের সন্ধান খোঁজ পেলেন বিজ্ঞানীরা

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, “রাতের আকাশের এই নক্ষত্র দেখতে অনেকটা ধোঁয়াসদৃশ।”
বিজ্ঞাপন
প্রায় এক দশক পরে এবার রাতের আকাশে নতুন রহস্যময়ী এক নক্ষত্রের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, “রাতের আকাশের এই নক্ষত্র দেখতে অনেকটা ধোঁয়াসদৃশ।”
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের সৌর-গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (আরএএস) চলতি জানুয়ারি মাসের ২৫ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মধুপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
এতে বলা হয়, নতুন সন্ধান পাওয়া বিশালাকার এ নক্ষত্রের অবস্থান মিল্কিওয়ে গ্যালাক্সির কাছাকাছি। নক্ষত্রগুলো দশকের পর দশক ধরে অনাবিষ্কৃত ছিল। সৌরজগতে যুগ যুগ ধরে এদের অবস্থান রয়েছে বলে ধারণা বিজ্ঞানীদের।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভিউ ওয়ানস ফিচার আনলো টেলিগ্রাম
বিজ্ঞাপন
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এইবার প্রথম সৌরজগতে এমন নক্ষত্রের খোঁজ পাওয়া গেছে। সৌরজগতে এমন প্রায় ১০০ কোটি নক্ষত্র রয়েছে, যা খালি চোখে দেখা যায় না। চিলির আন্দিজের এক এলাকা থেকে টেলিস্কোপের সাহায্যে এ পর্যবেক্ষণ চালিয়েছেন বিজ্ঞানীরা। সূত্র: সিএনএন]\
জেবি/এসবি








