Logo

বইমেলায় রায়হান আহমেদ তামীমের কাব্যগ্রন্থ ‘যাবতীয় তুমি সমাচার’

profile picture
জনবাণী ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৪, ২৩:১৯
67Shares
বইমেলায় রায়হান আহমেদ তামীমের কাব্যগ্রন্থ ‘যাবতীয় তুমি সমাচার’
ছবি: সংগৃহীত

আমার লেখালেখির শুরু শৈশবে থেকে। গত কয়েকবছর বিভিন্ন পত্রিকা ও পোর্টালে আমার বেশ কিছু কবিতা ছাপা হয়

বিজ্ঞাপন

অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে রায়হান আহমেদ তামীমের প্রথম কাব্যগ্রন্থ ‘যাবতীয় তুমি সমাচার’। বইটি প্রকাশ করছে স্বনামধন্য প্রকাশনী কিংবদন্তী পাবলিকেশন এর অঙ্গপ্রতিষ্ঠান 'দূরবীণ।' প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

দূরবীণের প্রকাশক অঞ্জন হাসান পবন জানান, ‘বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইটি বইমেলায় দূরবীণের পরিবেশক কিংবদন্তী পাবলিকেশনের স্টল (৫৩৪-৫৩৫) থেকে পাওয়া যাবে।  পাশাপাশি রকমারি, প্রথমা, বইফেরী, পিবিএসবুক  সহ বিভিন্ন  অনলাইন বুকশপ থেকেও সংগ্রহ করা যাবে। বইটি নিয়ে আমি আশাবাদী।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রায়হান আহমেদ তামীম বলেন, ‘আমার লেখালেখির শুরু শৈশবে থেকে। গত কয়েকবছর বিভিন্ন পত্রিকা ও পোর্টালে আমার বেশ কিছু কবিতা ছাপা হয়। সেইসব কবিতা থেকে কিছু কবিতা যাচাই-বাছাই করে সংযোজন-বিয়োজনের পর বইয়ের জন্য পাণ্ডুলিপি দাঁড় করিয়েছি। আশা করি বইটি পাঠকের তৃষ্ণা মেটাবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, রায়হান আহমেদ তামীম ছড়াকার, কবি ও ফিচার লেখক। ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে জাতীয় গণমাধ্যমে তার লেখালেখির যাত্রা শুরু । লেখালেখি করে পেয়েছেন 'বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম সেরা ছড়াকার পুরষ্কার ২০২৩' এবং  'সেরা প্রতিবেদক সম্মাননা ২০২৪'। কর্মজীবনে  তিনি রাহনুমা প্রকাশনী এবং ইত্তিহাদ পাবলিকেশনে অনলাইন ইনচার্জ হিসেবে কাজ করেছেন। লেখালেখির পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহিত্য সম্পাদক হিসেবে যুক্ত আছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD