Logo

আজ রাতেই দেখা যাবে ‘গোলাপি চাঁদ’

profile picture
জনবাণী ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৪, ০১:৪১
305Shares
আজ রাতেই দেখা যাবে ‘গোলাপি চাঁদ’
ছবি: সংগৃহীত

এবার গোলাপি চাঁদ পরিপূর্ণরূপে ধরা দেখা যাবে।

বিজ্ঞাপন

বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পুরো দুনিয়া। তা হলো  এবার রাতে দেখা যাবে  ‘গোলাপি চাঁদ’। প্রতি বছরের এপ্রিল মাস এই চাঁদ দেখা যায়। পূর্ণিমার এ চাঁদকেই বলা হয় পিঙ্ক মুন বা  ‘গোলাপি চাঁদ’। 

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, “এবার গোলাপি চাঁদ পরিপূর্ণরূপে ধরা দেখা যাবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে দেখা যাবে পিঙ্ক মুন। তবে সোমবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল, তিন দিন দেশটিতে এই চাঁদ দেখা যাবে। 

বিজ্ঞাপন

আগামীকাল বুধবার (২৪ এপ্রিল) এই গোলাপি চাঁদ দেখা যাবে ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ায়।

বিজ্ঞাপন

জ্যোতির্বিজ্ঞানের মতে, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝবরাবর অবস্থান করে তখনই পূর্ণ চাঁদ দেখা যায়। এ সময় চাঁদ পৃথিবীর থেকে সম্পূর্ণরূপে আলোকিত দেখায়। তবে নাম গোলাপি হলেও এপ্রিলের এই পূর্ণ চাঁদের রং কিন্তু পুরোপুরি গোলাপি নয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ধোঁয়াসহ আবহাওয়াগত নানা কারণে এই চাঁদ সবার চোখে গোলাপি রঙে দেখা দেবে না। সাধারণত সোনালি রঙেই তা দেখা যাবে। কোথাও কোথাও কমলা রঙেও চাঁদটি দেখা যেতে পারে। রাত বাড়ার একপর্যায়ে চাঁদটি উজ্জ্বল সাদা রং ধারণ করবে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

আজ রাতেই দেখা যাবে ‘গোলাপি চাঁদ’