Logo

রাজধানীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

profile picture
জনবাণী ডেস্ক
২৫ এপ্রিল, ২০২৪, ২০:৫৮
68Shares
রাজধানীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
ছবি: সংগৃহীত

তীব্র তাপদাহ থেকে বাঁচতে রাজধানীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন মুসল্লিরা

বিজ্ঞাপন

তীব্র তাপদাহ থেকে বাঁচতে রাজধানীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন মুসল্লিরা। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে, কলাবাগানের স্টাফ কোয়ার্টার মাঠে এই নামাজের ব্যবস্থা করা হয়। এতে ইমামতি করেন মুফতি মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নামাজ শেষে, মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা দেন ইমাম। এরপরই, বৃষ্টির আশায় হয় বিশেষ মোনাজাত। কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। একইসাথে, বৃষ্টির মাধ্যমে সারাদেশে শীতল স্পর্শ বুলিয়ে দেয়ার দোয়াও করেন তারা। নামাজ শেষে, মুসল্লিরা বলেন- বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি ভালো না। মানুষের সুস্থতার জন্যেই বৃষ্টির আশায় তারা আদায় করেছেন এই নামাজ। আরও বলেন, বনায়ন ধ্বংসের কারণে প্রতিবছর তাপমাত্রা বাড়ছে। পৃথিবী রক্ষায় এখনই সচেতন হতে হবে।

এদিকে, এখনো দেশের বড় একটি অংশ জুড়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বইছে। মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তাপমাত্রা কিছুটা কমলেও তা জনজীবনে স্বস্তি আনতে পারেনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোনো বিস্তৃত এলাকাজুড়ে নির্দিষ্ট সময় ধরে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি থাকলে মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি থাকলে মাঝারি ও ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে তাকে অতি-তীব্র তাপপ্রবাহ বলা হয়।

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD