‘কাচ্চি ভাই’র মালিক ২ দিনের রিমান্ডে

কে আদালতে উপস্থিত করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৫দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা
বিজ্ঞাপন
রাজধানীর বেইলি রোডে হুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৮ মে) তাকে আদালতে উপস্থিত করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৫দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে, রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামির আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক আসামির জামিন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ‘কাচ্চি ভাই’র মালিক গ্রেফতার
বিজ্ঞাপন
এর আগে, মঙ্গলবার (৭ মে) রাতে মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরেন সোহেল সিরাজ। বিমানবন্দরে অবতরণের পরপরই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে মামলার তদন্ত সংস্থা সিআইডির হাতে তুলে দেয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য,গেল ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। ঐ ভবনের দ্বিতীয় তলায় ছিল কাচ্চি ভাই রেস্তোরাঁ।
বিজ্ঞাপন
ভবনটিতে ছড়িয়ে পড়া আগুনে ৪৬ জন মারা মারা যান। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। এ নিয়ে ঐ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।
জেবি/এসবি








