তিন নারীকে টপকিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা

নাইদহ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞাপন
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের বর্ষা বিপুল ভোটে জয়ী হয়েছেন।
বুধবার (৮ মে) রাতে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ১৩৯ উপজেলায় ভোট পড়েছে ৩৬ শতাংশ
বিজ্ঞাপন
বর্ষা নির্বাচনে ৩ জন নারী প্রার্থীকে হারিয়ে জয়ী হন। তিনি ঝিনাইদহ পৌর এলাকার আরাপপুর মাস্টারপাড়ার আলীজান মীরের সন্তান। এর আগেও ঝিনাইদহ জেলা থেকে তৃতীয় লিঙ্গের দুজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রজাপ্রতি প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়েছেন বর্ষা মীর। পেয়েছেন ৫৪ হাজার ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরতী দত্ত পেয়েছেন ২৩ হাজার ৩৫২ ভোট।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অপরদিকে, ৩৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে এ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মিজানুর রহমান মাসুম। তার নিকটমতম প্রতিদ্বন্দ্বী জে এম রশিদুল আলম পেয়েছেন ৩০ হাজার ৭৫৫ ভোট।
জেবি/এসবি








