Logo

আত্নহত্যাকারীর জানাজা পড়া যাবে কিনা, যা বলছে ইসলাম

profile picture
জনবাণী ডেস্ক
১২ মে, ২০২৪, ০৩:৫২
802Shares
আত্নহত্যাকারীর জানাজা পড়া যাবে কিনা, যা বলছে ইসলাম
ছবি: সংগৃহীত

যেন বাকিরা উপলব্ধি করতে পারে আত্মহত্যা একটি গর্হিত ও বড় পাপ; এটা থেকে বিরত থাকতে হবে।

বিজ্ঞাপন

ইসলামে আত্নহত্যা করা মহাপাপ হিসাবে গণ্য । যা একটি কবিরা গুনাহ বা বড় পাপ। এটিকে হারাম হিসাবে ঘোষণা করেছে ইসলাম। দিন দিন আত্নহত্যার প্রবণতা বেড়েই চলেছে। জীবন যত দুঃখ-কষ্টের মধ্য দিয়ে যাক না কেন মহান আল্লাহ তা’আলা আত্মহত্যা করার কাউকেই দেননি।

বিজ্ঞাপন

বর্ণিত আছে, ইবরাহিম নাখঈকে (রহ.) প্রশ্ন করা হয়েছিল, আত্মহত্যাকারীর জানাজা পড়া যাবে কি না। উত্তরে তিনি বলেছিলেন, হ্যাঁ, তার জানাজা পড়াটাই সুন্নাহ অর্থাৎ নবিজি (সা.) ও তার সাহাবীদের সময় থেকে চলে আসা রীতি। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ১১৯৯০)

বিজ্ঞাপন

তবে জনসাধারণের মাধ্যমে আত্মহত্যাকারীর জানাজা আদায়ের ব্যবস্থা হলে, নামাজ পড়ানোর উপযুক্ত ব্যক্তি থাকলে সমাজের বড় আলেম ও গণমান্যব্যক্তিবর্গের উচিত ওই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ না করা। যেন বাকিরা উপলব্ধি করতে পারে আত্মহত্যা একটি গর্হিত ও বড় পাপ; এটা থেকে বিরত থাকতে হবে।

বিজ্ঞাপন

জাবের ইবনে সামুরা (রা.) থেকে বর্ণিত রয়েছে, এক ব্যক্তি ধারালো বস্তু দিয়ে আত্মহত্যা করলে তার ব্যাপারে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছিলেন,

আমি তার জানাজা পড়ব না। (আস-সুনানুল কুবরা লিন-নাসাঈ: ২১০২)

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD