Logo

রোহিঙ্গা সংকট কাটাতে ৭০ কোটি ডলারের প্রকল্প অনুমোদন বিশ্বব্যাংকের

profile picture
জনবাণী ডেস্ক
৩০ মে, ২০২৪, ০৪:৩৮
63Shares
রোহিঙ্গা সংকট কাটাতে ৭০ কোটি ডলারের প্রকল্প অনুমোদন বিশ্বব্যাংকের
ছবি: সংগৃহীত

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তচ্যুত রোহিঙ্গা ও স্থানীয়দের জন্যে৭০ কোটি ডলারের প্রকল্প অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। 

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংকের বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস মঙ্গলবার (২৮ মে) মৌলিক পরিষেবা প্রদান এবং বাংলাদেশে স্বাগতিক সম্প্রদায় ও বাস্তুচ্যুত রোহিঙ্গা জনসংখ্যা উভয়ের জন্য দুর্যোগ এবং সামাজিক স্থিতিস্থাপকতা তৈরি করতে মোট ৭০০ মিলিয়ন ডলারের দুটি প্রকল্প অনুমোদন করেছে। ২০১৭ সাল থেকে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা মিয়ানমারের সহিংসতার কারণে দেশটি থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে। এটি বিশ্বের বৃহত্তম জোরপূর্বক বাস্তুচ্যুতি সংকটগুলোর মধ্যে অন্যতম।

বিজ্ঞাপন

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, “রোহিঙ্গা সঙ্কটটি ইতোমধ্যে সপ্তম বছরে পদার্পণ করেছে। এ নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং টেকসই সমাধানগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একইসঙ্গে স্বল্পমেয়াদী, জরুরী প্রয়োজনগুলোকেও সমাধান করা প্রয়োজন। তাই বিশ্বব্যাংক এই জটিল সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সমর্থন করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”

বিজ্ঞাপন

জানা যায়, এই ৭০০ মিলিয়ন ডলারের মধ্যে ২৯২.৫ মিলিয়ন ডলার অনুদান; বাকিটা সফট লোন আকারে দিবে বিশ্বব্যাংক।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

রোহিঙ্গা সংকট কাটাতে ৭০ কোটি ডলারের প্রকল্প অনুমোদন বিশ্বব্যাংকের