হজের নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৩০ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪
হজের নতুন দুটি প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
সোমবার (২৭ মে) সৌদির স্থানীয় ও প্রবাসীদের জন্য এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির দৈনিক পত্রিকা সৌদি গেজেট।
আরও পড়ুন: সৌদি আরবে পৌঁছেছেন ৪৫ হাজার হজযাত্রী
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণা করা প্যাকেজ দুটির মধ্যে প্রথম প্যাকেজে মক্কায় সুসজ্জিত আবাসিক ভবনে কম খরচে থাকার সুযোগ রাখা হয়েছে। এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা আল-তারবিয়ার দিন থেকে আরাফা, আল-নাহর ও আল-তাশরীক দিবসে মিনা, মুজদালিফা এবং আরাফাতের পবিত্র স্থানগুলোতে পরিবহণসহ অন্যান্য মৌলিক সেবা পাবেন।
আরও পড়ুন: রোগীদের হজে যাওয়ার ক্ষেত্রে যে নির্দেশনা দিল সৌদি
প্যাকেজটির দাম নির্ধারণ করা হয়েছে সৌদি আরবের মুদ্রায় ৪ হাজার রিয়াল।
অপর আরেকটি প্যাকেজে মিনায় নবনির্মিত কিদানা আল ওয়াদি টাওয়ারে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। এই প্যাকেজের দাম শুরু ১৩ হাজার রিয়াল থেকে।
জেবি/এসবি