Logo

হঠাৎ লিফট আটকে গেলে যা করবেন

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৪, ০৪:২৮
82Shares
হঠাৎ লিফট আটকে গেলে যা করবেন
ছবি: সংগৃহীত

অনেকের ধরনা লিফটে অক্সিজেন সরবরাহ একদমই হয় না,

বিজ্ঞাপন

হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া বা যান্ত্রিক ত্রুটির ফলে অফিস বা বাড়ির লিফট যেকোনো মুহূর্তে আটকে যেতেই পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় লিফটে আটকে গেলে আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। তবে এক্ষেত্রে নিজেকে শান্ত রাখুন। তারপর সমাধানে চেষ্টা করুন।

চলুন জেনে নেওয়া যাক লিফটে আটকে গেলে যা করবেন-

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১. আপনার নিকট ফোন থাকলে, লাইট জালিয়ে নিন। লিফটের দরজার পাশে থাকা ওপেন বাটন চাপ দিয়ে দেখুন খুলছে কিনা। যদি না হয়, ইমার্জেন্সি বাটন চাপুন। যদি দরজা খুলে যায় তবে আগে দেখুন লিফটি কোন তলার ফ্লোরের সমতলে রয়েছে কিনা। যদি তা না হয় তবে তাড়াহুড়ো করে বের হবেন না। ভবনের উদ্ধারকারী দল আসা পর্যন্ত অপেক্ষা করুন ।

২. বর্তমানে অধিকাংশ লিফটেই দুই দিক থেকেই কথা বলা যায় এমন স্পিকার বা টেলিফোন থাকে। ফলে লিফটে সেই ফোন বা স্পিকারে আপনার অবস্থান জানান। ফোনের নেটওয়ার্ক থাকে না অনেক লিফটে, ফলে বাইরে যোগাযোগের সুযোগ থাকছে না। সেক্ষেত্রে ইমার্জেন্সি বাটনই একমাত্র ভরসা। যদি নেটওয়ার্ক পেয়ে যান, তবে সবচেয়ে কাছের কাউকে ফোন করুন। যেন সে কন্টোল অফিসকে জানাতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩. অনেকের ধরনা লিফটে অক্সিজেন সরবরাহ একদমই হয় না, ফলে নিশ্বাস নিতে সমস্যা হতে পারে। ধারনাটি সম্পূর্ণ ভুল। কারণ লিফটের ভেতরে বাতাস চলাচলের জন্য যথেষ্ট জায়গা থাকে।

৪. যদি আপনি একাই লিফটে উঠেন, তবে লিফটের দেয়ালের কাছে দাঁড়ান।

বিজ্ঞাপন

৫. যেন  ছোট শিশুরা একা একা লিফটে না উঠে সেই বিষয়ে সতর্ক থাকুন।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD