Logo

ফ্রেন্ডশিপ পর্বতে ঢাকা কলেজ শিক্ষার্থীর সফল অভিযান

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুন, ২০২৪, ০২:৩৩
55Shares
ফ্রেন্ডশিপ পর্বতে ঢাকা কলেজ শিক্ষার্থীর সফল অভিযান
ছবি: সংগৃহীত

পীর পাঞ্জাল রেঞ্জের ৫ হাজার ২৮৯ মিটার উচ্চতার ফ্রেন্ডশিপ পর্বত

বিজ্ঞাপন

আল জুবায়ের: ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলার পীর পাঞ্জাল রেঞ্জের ৫ হাজার ২৮৯ মিটার উচ্চতার ফ্রেন্ডশিপ পর্বত জয় করেছেন বাংলাদেশের জাফর সাদেক। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী।

বুধবার (১৯ জুন) ভারতের স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে বাংলাদেশের এই পর্বতারোহী ফ্রেন্ডশিপ পর্বতের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেন।

বিজ্ঞাপন

পর্বতারোহী জাফর সাদেক জানান, ফ্রেন্ডশিপ পর্বতের আশেপাশে হনুমান টিব্বা (৫৪৯০ মিটার), শেটিধর (৫২৫০ মিটার), লাদাখি (৫৫৩৬ মিটার), মানালি চূড়া (৫৭৩৫ মিটার), মকর বেহ (৬০৭০ মিটার) এবং শিকার বেহ (৬২০০ মিটার) এর মতো আরও নাম না জানা পর্বতশৃঙ্গ ছড়িয়ে আছে।

বিজ্ঞাপন

এছাড়াও চূড়ায় যাওয়ার পথে সমস্ত পর্বতের টোপোগ্রাফিক বৈশিষ্ট্যগুলি পাওয়া যায়, যেমন- মোরাইন, হিমবাহ, ক্রেভাস এবং আইস প্যাচগুলির বৈচিত্রময়তা। বিয়াস কুন্ড অববাহিকাসহ পীর পাঞ্জাল এবং ধৌলাধর পর্বতমালার অপূর্ব মনোরম প্যানোরামার দৃশ্য এই পর্বতের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ফ্রেন্ডশিপ পর্বতে ঢাকা কলেজ শিক্ষার্থীর সফল অভিযান