Logo

৩ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এলো জুনে

profile picture
জনবাণী ডেস্ক
২ জুলাই, ২০২৪, ০৪:৫৮
67Shares
৩ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এলো জুনে
ছবি: সংগৃহীত

জুনে ২৫৪ কোটি ২০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা।

বিজ্ঞাপন

সদ্যবিদায়ী জুন মাসে ২৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স (প্রবাসী) এসেছে। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১১৮ টাকা ধ‌রে) যার পরিমাণ ২৯ হাজার ৯৯৫ কোটি টাকা। যা গত ৩৬ মাস বা তিন বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে, ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স ।

সোমবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

 

কেন্দ্রীয় ব্যাংক বলছে, জুনে ২৫৪ কোটি ২০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা। এটি ৩ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।

বিজ্ঞাপন

এর আগে সর্বশেষ ২০২০-২১ অর্থবছরের জুলাইয়ে আড়াই বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। ওই সময় এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেমিট্যান্স।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, সদ্য সমাপ্ত হওয়া অর্থবছরের মে মাসে রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ৩৮ লাখ ডলারের। সে হিসাবে, মে মাসের তুলনায় জুনে ২৮ কোটি ৮২ লাখ ডলার বেশি এসেছে। এছাড়া গেল বছরের জুন মাসে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD