Logo

শাহজালালে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের সোনার বার উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৪, ২০:৫৮
57Shares
শাহজালালে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের সোনার বার উদ্ধার
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্বর্ণ আসছে, এমন একটি গোপন সংবাদ পেয়ে

বিজ্ঞাপন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ৩৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় ওমানের মাস্কাট থেকে অবতরণ করা সালাম এয়ারএয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব সোনার বার উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছে, শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্বর্ণ আসছে, এমন একটি গোপন সংবাদ পেয়ে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ভোর সাড়ে ৫টা নাগাদ ওমানের মাস্কাট থেকে আসা ওভি-৪৯৭ নম্বর ফ্লাইটটি রামেজিং করা হয়।

বিজ্ঞাপন

এসময়, সিট নং ২ (ডি-ই-এফ)-এর উপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কচটেপে মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। 

বিজ্ঞাপন

তবে ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি বলেও জানায় কাস্টমস কর্তৃপক্ষ।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

শাহজালালে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের সোনার বার উদ্ধার