Logo

ঢাবিতে আন্দোলনকারী-ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩০

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুলাই, ২০২৪, ০১:৫৩
75Shares
ঢাবিতে আন্দোলনকারী-ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩০
ছবি: সংগৃহীত

তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় এ ঘটনা ঘটে। আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ পেয়ে কয়েক হাজার শিক্ষার্থী রাজু ভাস্কর্য থেকে হল পাড়ায় অবস্থান নেয়।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। একদিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্ঘর্ষের ঘটনা তিনজন গুরুতর আহতসহ ও মোট ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আহতদের মধ্যে ১০ জনের বেশি নারী শিক্ষার্থী ও সাংবাদিক রয়েছেন।

সোমবার (১৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় মল চত্ত্বর, বিজনেস স্ট্যাডিজ বিভাগ ও হলপাড়া পুরো রণক্ষেত্র হয়ে ওঠে। 

বিজ্ঞাপন

তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় এ ঘটনা ঘটে। আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ পেয়ে কয়েক হাজার শিক্ষার্থী রাজু ভাস্কর্য থেকে হল পাড়ায় অবস্থান নেয়।

বিজ্ঞাপন

ছাত্রলীগের নেতাকর্মীরা হলে অবস্থান করে সেখান থেকে হুঙ্কার দেয় আর ইট মারতে দেখা যায়। আর অন্যদিকে শিক্ষার্থীরা তাদের উদ্দেশ্যে ইট পাটকেল মারতে থাকে। 

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, বিজনেস স্ট্যাডিজের সামনে ধাওয়া পাল্টা  পাল্টা ধাওয়া শুরু হলে তিনজন গুরুতর আহত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। বাঁশ রোড আর ইট দিয়ে কয়েকজনকে শিক্ষার্থীকে প্রচণ্ড মারধর করেছে। এদের মধ্যে কয়েকজন নারী শিক্ষার্থী রাস্তায় পড়ে গেছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের মতে, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের বাহির থেকে নেতাকর্মীদের নিয়ে এসেছে। হেলমেট পড়ে দেশীয় অস্ত্র, হকস্টিক, লাঠিসোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে। এতে প্রায় ৩০ জন সাধারণ শিক্ষার্থী আহত হয়।

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD