Logo

রিজভী-খসরু-পরোয়ারসহ বিএনপি জামায়াতের হাজার নেতা কর্মীর জামিন

profile picture
জনবাণী ডেস্ক
৬ আগস্ট, ২০২৪, ২২:৩৩
292Shares
রিজভী-খসরু-পরোয়ারসহ বিএনপি জামায়াতের হাজার নেতা কর্মীর জামিন
ছবি: সংগৃহীত

ম্যাজিষ্ট্রেট আদালতে এ জামিন আবেদন করা হয়েছে।কিছুক্ষনের মধ্যে এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি-জামায়াতে এক হাজারের বেশি নেতা কর্মীর জামিন আবেদন করেছেন আদালত।

মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে এ জামিন আবেদন করা হয়েছে।কিছুক্ষনের মধ্যে এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখযোগ্য আসামিরা হলেন-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার,বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস,ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, ১২ দলের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা,বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এমএ সালাম ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD