Logo

আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ দেবে ঢাকা কলেজ প্রশাসন

profile picture
জনবাণী ডেস্ক
১১ আগস্ট, ২০২৪, ০১:০১
60Shares
আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ দেবে ঢাকা কলেজ প্রশাসন
ছবি: সংগৃহীত

ঢাকা কলেজের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি

বিজ্ঞাপন

আল জুবায়ের: কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কলেজের যেসব শিক্ষার্থী আহত হয়েছেন তাদের যাবতীয় চিকিৎসা ব্যয় কলেজ প্রশাসন বহন করবে বলে জানা গিয়েছে। একইসঙ্গে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে কলেজ খোলার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (১০ আগস্ট) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ, রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ এবং নিষ্পাপ শিশুসহ আত্ম-উৎসর্গকারী সব শহীদের প্রতি ঢাকা কলেজের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা প্রকাশ ও তাদের রুহের মাগফিরাত কামনা করছি। দীর্ঘ আন্দোলনে ঢাকা কলেজের আহত সব শিক্ষার্থীর প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের চিকিৎসার জন্য কলেজের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।

এতে আরও বলা হয়, ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী কিশোর ফাইয়াজকে কলেজের অনুমতি ব্যতিত গ্রেফতার ও হেনস্তা করে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করার ঘটনায় তীব্র নিন্দা জানাই। এবিষয়ে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এ ব্যাপারে ঢাকা কলেজ ফাইয়াজের পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মৃতি সংরক্ষণে ঢাকা কলেজ উদ্যোগ গ্রহণ করবে জানিয়ে তিনি আরও বলেন, বীরত্বপূর্ণ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল করার জন্য কেন্দ্রীয় সব স্তরের সমন্বয়কদের এবং ঢাকা কলেজের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কলেজের পক্ষ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নির্বিঘ্ন শিক্ষাজীবন নিশ্চিত করা হবে এবং এ ব্যাপারে তাদের কোন প্রকার সন্দেহ ও আশঙ্কা করার কোনো কালরণ নেই বলে জানানো হয়।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD