অবশেষে পদত্যাগ করলেন ঢাকা কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ

এমন পরিস্থিতিতে আমি আর ঢাকা কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করতে চাচ্ছি না।
বিজ্ঞাপন
আল জুবায়ের: শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ও উপাধ্যক্ষ এটিএম মঈনুল হোসেন।
সোমবার (১২ আগস্ট) গনপ্রজাতন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় বরাবর একটি পদত্যাগ পত্র জমা দেন অধ্যক্ষ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পদত্যাগ পত্রে বলা হয়েছে, আমি ০৪/০৮/২০২২ তারিখ থেকে ঢাকা কলেজের অধ্যক্ষ পদে কর্মরত আছি। সাম্প্রতিক সময়ে ০৬/০৮/২০২৪ তারিখ থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগ দাবি করে আন্দোলন করছে। ফলে কলেজের শিক্ষা-কার্যক্রম চালানো দুরহ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আমি আর ঢাকা কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করতে চাচ্ছি না।
বিজ্ঞাপন
পদত্যাগ পত্রে আরও বলা হয়, আমাকে দ্রুত অন্য কোনো স্থানে পদায়ন বা বদলির ব্যবস্থা গ্রহন করতে আপনার সদয় মর্জি প্রার্থনা করছি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি কলেজ -২ শাখা) উপ-সচিব চৌধুরী সামিরা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে ২০২২ সালের ৪ আগস্ট তাকে নিয়োগ দেওয়া হয়। অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ১৯৯৩ সালে ১৪তম বিসিএসে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।
জেবি/এসবি