Logo

ইবি শিক্ষার্থীদের ক্যাম্পাস পরিষ্কার অভিযান

profile picture
জনবাণী ডেস্ক
১৩ আগস্ট, ২০২৪, ০১:৪১
74Shares
ইবি শিক্ষার্থীদের ক্যাম্পাস পরিষ্কার অভিযান
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসের প্রতিটি স্থানে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে

বিজ্ঞাপন

রাষ্ট্র সংস্কার কর্মসূচির অংশ হিসেবে সারা ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) বেলা ১২ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষার্থী 'ক্লিন ক্যাম্পাস' কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় শিক্ষার্থীরা কয়েকটি ভাগে ভাগ হয়ে প্রধান ফটকের সামনে থেকে শুরু করে ফটকের দুই পাশ, কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতিসৌধ প্রাঙ্গণ, ডায়না চত্বর, প্রশাসন ভবনের আশপাশ, বটতলা, ঝাল চত্বর, বিভিন্ন একাডেমিক ভবনের চারপাশ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনসহ ক্যাম্পাসের প্রতিটি স্থানে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে। 

শিক্ষার্থীরা জানান, গত কয়েক দিনের আন্দোলনে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট-পাটকেল, লাঠিসোঁটা, পোড়া ময়লার স্তূপ পরিষ্কারসহ শহরের নানা আবর্জনা পরিষ্কার করছেন তারা। প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের ফর্মূলা 'থ্রি জিরো' এর একটি হচ্ছে জিরো কার্বন নিমিশন। আমরা শুধু ক্যাম্পাসে না দেশের সবজায়গায় যেন প্লাস্টিকের ব্যবহারে সচেতন হই। এসময় সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে বস্তায় ভরে নির্ধারিত স্থানে ফেলে দিয়ে আসতে দেখা যায়৷ এ কর্মসূচি চলমান থাকবে বলে জানায় শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈষম্য বিরোধী আন্দোলনের বিশ্ববিদ্যালয় সমন্বয়ক এস এম সুইট বলেন, পুরো বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে দেশ বিনির্মাণে নিজ নিজ জায়গা থেকে অংশগ্রহণ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার বাইরে না। দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আমাদের আন্দোলনের সকল সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে পুরো ক্যাম্পাসে এই কর্মসূচী চলবে। এছাড়াও জিমনেশিয়ামের দায়িত্বশীলদের বলবো, আমাদের দুটো খেলার মাঠ দ্রুত পরিষ্কার করে দিতে যাতে শিক্ষার্থীরা খেলাধূলায় অংশ নেওয়ার সুযোগ পায়। 

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD