Logo

ঢাকা কলেজের হল থেকে দেশীয় অস্ত্রসহ নানা মাদক দ্রব্য উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৪, ০১:৫৭
118Shares
ঢাকা কলেজের হল থেকে দেশীয় অস্ত্রসহ নানা মাদক দ্রব্য উদ্ধার
ছবি: সংগৃহীত

এসময় পুলিশের ৩টি পুলিশের হেলমেট পাওয়া যায়

বিজ্ঞাপন

রাজধানীর ঢাকা কলেজের সাতটি হল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, স্ট্র্যাপ, হেলমেট, মদ, গাজা ও ইয়াবা উদ্ধার করা করেছে সাধারণ শিক্ষার্থীরা। তবে কলেজের উত্তর ও আন্তর্জাতিক ছাত্রাবাসে অভিযানের পূর্বে অস্ত্র, চাকরির তদবির পত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। 

শনিবার (১৭ আগস্ট) শিক্ষক, শিক্ষার্থী এবং মিডিয়ার উপস্থিতিতে এসব হলে উদ্ধার অভিযান পরিচালিত হয়। এসময় পুলিশের ৩টি পুলিশের হেলমেট পাওয়া যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানে ১৫০ টি চাপাতি, ৭০ টি রাম দা, হকিস্টিক ৯৫ টি, ১২৫ টি হেলমেট, ৪৫টি বিভিন্ন আকারের ছুরি, ৪৫টি মদের বোতল, ০৮ টি গাজার বোতল, ১৫ টি ইয়াবা এবং সেবন স্টিক পাওয়া যায়। এছাড়াও চাকরির তদবির পত্র, জমির দলিল, বিভিন্ন মামলার নথি পাওয়া যায় হলগুলোর বিভিন্ন কক্ষ থেকে। 

বিপুল পরিমাণ অস্ত্রের বিষয়ে দক্ষিণ ছাত্রাবাসের হল প্রভোস্ট আনোয়ারুল ইসলাম বলেন, বিগত দিনে স্বৈরশাসনের আমলে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যে অবস্থা ঢাকা কলেজ এর বাহিরে নয়। এখানে আমরা বার বার অধ্যক্ষকে বলেছি কিন্তু তিনি কথায় গুরুত্ব দেয় নি। কখনও কোন অভিযানের ব্যবস্থা করেনি। অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং যে-সব শিক্ষক ছাত্রজীবনে ছাত্রলীগ করে এসেছে পরে তারা দুর্নীতির মাধ্যমে বিসিএস শিক্ষক হয়েছে এবং যাদের আত্মীয় স্বজন মন্ত্রী, এমপি ছিল তাদের ছত্রছায়ায় তারা এগুলো করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের অন্যতম সমন্বয়ক তাওহীদুল ইসলাম বলেন, তালা লাগানো রুমগুলো আমরা তালা ভেঙ্গে প্রতিটি রুমে ঢুকে দেখি রুম গুলো এলোমেলো মনে হয় কিছু হলে আগে থেকে অস্ত্রগুলো সরিয়ে ফেলা হয়েছে। আমরা বিভিন্ন হলে অভিযান চালিয়ে ছুরি, চাপাতি, মদের বোতল, হেলমেট, কনডম, মাদক দ্রব্য উদ্ধার করেছি। 

প্রসঙ্গত, ছাত্রলীগের দখলে থাকা রুম থেকে উদ্ধারকৃত অস্ত্র, হেলমেট, মাদকদ্রব্য সমূহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD