বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তাদের ত্রাণ বিতরণ

এসব ত্রাণ সংগ্রহ করে বন্যাকবলিত তিন জেলায় বিতরণ করেছে তারা।
বিজ্ঞাপন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তাদের উদ্যোগে বন্যার্তদের মানবিক সহায়তা প্রদানের জন্য ত্রাণ বিতরণ করেছে।
রবিবার (২৫ আগস্ট) নোয়াখালী, ফেনী ও কুমিল্লায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। এ বিতরণ কাজে অংশ গ্রহন করবেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কৃষি তথ্য সার্ভিসে কর্মশালা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) ড. মাহবুবুর রশিদ, উপপরিচালক রেজাউল ইসলাম মুকুল, উপপরিচালক কে এম বদরুল হক, সিআই ড. আনিসুর রহমান, প্রকল্প পরিচালক মো আরিফুর রহমানের নেতৃত্বে এসব ত্রাণ সংগ্রহ করে বন্যাকবলিত তিন জেলায় বিতরণ করেছে তারা।
বন্যা পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে কৃষি উপদেষ্টা, কৃষি মন্ত্রণালয়ের সচিব ও সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের সাথে আলোচনার মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করে পরবর্তীতে বন্যার্তদের আর্থিক সহায়তা প্রদান করবেন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
আরএক্স/








