Logo

গুলশানে ২ জনের মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৪, ২২:৪০
132Shares
গুলশানে ২ জনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

রাজধানীর গুলশানে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার  করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা কয়েকদিন আগেই তাদের কুপিয়ে হত্যা করে এখানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। দুই জনের গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গুলশান-২ রোড নাম্বার ১০৮ এর ২১ নম্বর প্লটে একটি চায়ের দোকানের ভেতর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, নিহত রফিকের (৬২) বাড়ি বরিশালের দবদবিয়া গ্রামে এবং সাব্বিরের (১৫) বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার রায়গঞ্জ বাজার বেপারী পাড়া এলাকায়।

বিজ্ঞাপন

স্থানীয়দের ধারণা ২ জনকে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) যেকোনও সময় দুর্বৃত্তরা হত্যা করেছে। আজকে মরদেহ থেকে দুর্গন্ধ বেরিয়েছে ।

বিজ্ঞাপন

ওসি তৌহিদ আহমেদ জানান, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD