Logo

নতুন বন্ধু পাতানোর দিন আজ

profile picture
জনবাণী ডেস্ক
২০ অক্টোবর, ২০২৪, ০১:১৪
127Shares
নতুন বন্ধু পাতানোর দিন আজ
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো পালিত হয় ২০০৭ সালে। ২০১২ সালে সোশ্যাল মিডিয়ায় দিনটি ব্যাপক সাড়া ফেলে।

বিজ্ঞাপন

বন্ধুহীন মাননুষ বেঁচে থাকতে পারে না! বন্ধু ছাড়া কেউ হয়তো তাপস, নাহয় উন্মাদ। চলমান সময়ে জীবনে জড়িয়ে যায় নানান বন্ধু। কিন্তু আষ্টেপৃষ্ঠে আমৃত্যু থাকে হাতে গোনা কয়েকজন কতজন। জীবনকে যাপনের একপর্যায়ে অনেক বন্ধু হারিয়ে যায়, অথবা যোগাযোগ শিথিল হয়ে পড়ে। কিন্তু তাই বলে একদম বন্ধুছাড়া কেউ থাকে না। একান্ত আপন কথা কিংবা সুখ-দুঃখ ভাগ করতে কেউ-না কেউ জুটেই যায়।

বছরের ১৯ অক্টোবর, নতুন বন্ধু পাতানোর দিন। হলিডে ক্যালেন্ডারের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয় ২০০৬ সালে। প্রথমবারের মতো পালিত হয় ২০০৭ সালে। ২০১২ সালে সোশ্যাল মিডিয়ায় দিনটি ব্যাপক সাড়া ফেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই দিবসটি পালন করতে চাইলে নতুন বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারেন অথবা কাউকে নতুন বন্ধুর স্বীকৃতিও দিতে পারেন। অবশ্য সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই কোনো না কোনোভাবে নতুন বন্ধু তৈরি হচ্ছেই।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD