Logo

চূড়ান্ত ভর্তি শেষে কুবিতে কোন বিভাগে কতটি আসন খালি

profile picture
জনবাণী ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৪, ০৪:৪৭
45Shares
চূড়ান্ত ভর্তি শেষে কুবিতে কোন বিভাগে কতটি আসন খালি
ছবি: সংগৃহীত

আসন ফাঁকা নিয়েই রবিবার (২৬ অক্টোবর) থেকে যথারীতি ক্লাস শুরু হচ্ছে

বিজ্ঞাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে এখনো সাধারণ ১০৩০ টি আসনের মধ্যে ৬৩টি এবং কোটার ৫৬টি আসনের মধ্যে ২৫ টিসহ মোট ৮৮টি আসন ফাঁকা রয়েছে। আসন ফাঁকা নিয়েই রবিবার (২৬ অক্টোবর) থেকে যথারীতি ক্লাস শুরু হচ্ছে। 

শনিবার (২৬ অক্টোবর) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান ড. মো. সাইফুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা সুষ্ঠুভাবে প্রথম ধাপের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করতে পেরেছি। এই কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সর্বাত্মকভাবে সাহায্য করেছে।

ফাঁকা আসনে ভর্তির ব্যাপারে জানান, কৃষি গুচ্ছে ভর্তির পরে গুচ্ছ কর্তৃপক্ষ ফাঁকা আসনের ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। মাইগ্রেশান চালু করলে অনেক সিট ফিলআপ হবে।

বিজ্ঞাপন

সাধারণ এবং কোটা মিলিয়ে ৮৮টি খালি আসনের মধ্যে, ফার্মেসি বিভাগে সাধারণ আসনে ৩টি, পরিসংখ্যানে সাধারণে ৮টি এবং কোটায় ১টি, রসায়নে সাধারন ৩টি এবং কোটা ২টি, পদার্থবিজ্ঞান সাধারণ ৩টি, গণিতে সাধারণ ৩টি, কোটায় ১টি, আইসিটিতে ২টি এবং কোটায় ১টি, সিএসইতে সাধারণ ২টি এবং কোটায় ১টি, ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগে সাধারণ ২টা, ব্যবস্থাপনা ও শিক্ষা বিভাগে সাধারণ ৪টি এবং কোটায় ১টি, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে সাধারণ ১টি এবং কোটায় ১টি, মার্কেটিং বিভাগে সাধারণ ৪টি, এবং কোটায় ১টি আসন খালি রয়েছে।

বিজ্ঞাপন

তাছাড়াও, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সাধারণ ৬টি এবং কোটায় ৩টি, লোক প্রশাসন বিভাগে সাধারণ ৪টি এবং কোটায় ২টি, নৃবিজ্ঞান বিভাগে সাধারণ ৪টি এবং কোটায় ২টি, অর্থনীতি বিভাগে সাধারণ ২টি এবং কোটায় ১টি, ইংরেজি বিভাগে সাধারণ ৩টি এবং কোটায় ৩টি, বাংলা বিভাগে সাধারণ ২ট এবং কোটায় ২টি, প্রত্নতত্ত্ব বিভাগে সাধারণ ৬টি এবং কোটায় ৩টি এবং সর্বশেষ আইন বিভাগে সাধারণ ১টি আসন খালি রয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, সকল বিভাগই একযোগে ক্লাস শুরু করবে এবং তাদের স্ব স্ব উদ্দীপনায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন করবে। পরবর্তীতে সীট খালি থাকা সাপেক্ষে মাইগ্রেশন চালু থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ এপ্রিল। এছাড়া, বি ইউনিটের ০৪ মে ও সি ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি, গত ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলেছে চূড়ান্ত ভর্তি কার্যক্রম।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD