Logo

মাঝ আকাশে হঠাৎ অসুস্থ যাত্রী, ঢাকায় জরুরি অবতরণ

profile picture
জনবাণী ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২৪, ০৭:৪০
77Shares
মাঝ আকাশে হঠাৎ অসুস্থ যাত্রী, ঢাকায় জরুরি অবতরণ
ছবি: সংগৃহীত

সেই যাত্রীকে ইন-ফ্লাইটে জরুরি চিকিৎসা সেবা প্রদান করে কেবিনক্রুরা

বিজ্ঞাপন

মাঝ আকাশে উড্ডয়নের সময় যাত্রী অসুস্থ হয়ে পড়ায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কানাডার টরোন্টোগামী একটি ফ্লাইট।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিমানের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, কানাডার টরোন্টোর উদ্দেশ্যে উড়াল দেওয়ার পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটে একজন যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার জীবন রক্ষার্থে ফ্লাইট ঘুরিয়ে ঢাকাতে ফিরে আসেন বিমানের দ্বায়িত্বে থাকা ক্যাপ্টেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিজি-৩০৫ ঢাকা থেকে ভোর ৪টায় কানাডার টরেন্টোর উদ্দেশে ১৮৫ জন যাত্রী নিয়ে রওনা হয়। আকাশে এক ঘণ্টা উড্ডয়নের পরে একজন যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সেই যাত্রীকে ইন-ফ্লাইটে জরুরি চিকিৎসা সেবা প্রদান করে কেবিনক্রুরা। যাত্রীর শারীরিক অবস্থা বিবেচনা করে তার জীবন রক্ষার্থে ক্যাপ্টেন ফ্লাইটকে ডাইভার্ট করে পুনরায় ঢাকায় নিরাপদে অবতরণ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অসুস্থ ওই যাত্রীকে পরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে বিমান কর্তৃপক্ষ। এরপর ফ্লাইটটি সকাল সাড়ে ৮.৩০ মিনিটে ঢাকা থেকে টরোন্টোর উদ্দেশে পুনরায় রওনা হয়।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD