আবু বকর (রা.) এর যে ৪ ইবাদত পছন্দ করেছেন প্রিয়নবী (সা.)

গরিবকে খাওয়ানো ও অসুস্থকে দেখা এ চারটি আমলের সমন্বয় কারো মধ্যে পাওয়া গেলে সে জান্নাতি
বিজ্ঞাপন
হজরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আজ তোমাদের মধ্যে কে সিয়াম পালনকারী? আবু বকর রা. বললেন, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আজ তোমাদের মধ্যে কে একটা জানাজাকে অনুসরণ করেছ? আবু বকর রা. বললেন, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে একজন মিসকিনকে আজ খাবার দিয়েছ? আবু বকর রা. বললেন, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আজ তোমাদের মধ্যে কে একজন অসুস্থকে দেখতে গিয়েছ? আবু বকর রা. বললেন, আমি।
অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যার মধ্যে এ কাজগুলোর সংমিশ্রন ঘটেছে সে জান্নাতে প্রবেশ করবে। (সহিহ মুসলিম, হাদিস: ৬০৭৬)
বিজ্ঞাপন
এ হাদিস অনুযায়ী, কোনো ব্যক্তি যদি রোজা, জানাজার নামাজ, গরিবকে খাওয়ানো ও অসুস্থকে দেখা এ চারটি আমলের সমন্বয় কারো মধ্যে পাওয়া গেলে সে জান্নাতি। এটি নবীজির বাণী।
বিজ্ঞাপন
হাদিস শরিফ থেকে যে ৪টি ইবাদতের কথা এসেছে, ওখান থেকে তিনটিই সেবা বিষয়ক। আল্লাহ খুশি হন তাঁর সৃষ্টির সেবাতে। তাই এ ধরণের ইবাদতকে হেলা করা উচিত নয়।
বিজ্ঞাপন
সুতরাং যে ব্যক্তিরা এ ধরণের ইবাদতে শরিক হওয়া থেকে বিরত থাকে, তাদের চিন্তা করা উচিত- এ কাজে মহান আল্লাহ তাআলা কত খুশি হচ্ছেন।
বিজ্ঞাপন
এসডি/








