Logo

একাধিকবার নোটিশ পেয়েও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জানুয়ারী, ২০২৫, ০৫:০৮
30Shares
একাধিকবার নোটিশ পেয়েও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত

এর আগে কয়েকবার তাদেরকে নোটিশ পাঠিয়েছিল ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ

বিজ্ঞাপন

ঢাকার হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ট্যানারি গোডাউন ভবনে কোন ধরণের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। অথচ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বেশ কয়েকবার নোটিশ পাঠানো হয়েছিল ভবনটির মালিক ফিনিক্স লেদারকে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে আগুন লাগা ভবনটির সামনে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ভবনটিতে কোনও ধরনেল সেফটি প্ল্যান ছিল না। এর আগে কয়েকবার তাদেরকে নোটিশ পাঠিয়েছিল ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আসে ভবনটির আগুন। এসময় তাদের সহযোগিতা করে সেনাবাহিনী এবং বিজিবিও।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে তেমন কিছু জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD