Logo

গাকৃবিতে গবেষণা, আত্মনির্ভরতা ও ভবিষ্যৎ প্রস্তুতির দক্ষতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:২৫
67Shares
গাকৃবিতে গবেষণা, আত্মনির্ভরতা ও ভবিষ্যৎ প্রস্তুতির দক্ষতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

দেশের কৃষি ব্যবস্থাকে সমৃদ্ধ করতে এবং নিজেদের জীবনযাত্রাকে উন্নত করার মানসে প্রশিক্ষণ

বিজ্ঞাপন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) সামগ্রিক উৎকর্ষ সাধনে শিক্ষার্থীদের সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য ‘গবেষণা, আত্মনির্ভরতা এবং ভবিষ্যৎ প্রস্তুতির দক্ষতা’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

দেশের কৃষি ব্যবস্থাকে সমৃদ্ধ করতে এবং নিজেদের জীবনযাত্রাকে উন্নত করার মানসে প্রশিক্ষণটি সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে আইকিউএসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশ্বব্যাপী কৃষির পরিবর্তনশীল পরিবেশে সঠিক দক্ষতার প্রস্তুতি ও শিক্ষার্থীদের নেতৃত্ব এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফলতা অর্জন বিষয়ে বিস্তর আলোচনা হয়। এতে অংশগ্রহণ করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অটাম ২০২৪ টার্মে ভর্তিকৃত নতুন ৪১ জন মাস্টার অব সায়েন্স (এমএস) এবং ৭ জন পিএইচডি শিক্ষার্থী। 

প্রশিক্ষণে স্পিকার হিসেবে গাকৃবির প্রফেসর ড. আবু আশরাফ খান, প্রফেসর ড. মো. রমিজ উদ্দিন মিঞা, প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী এবং প্রফেসর ড. মো. আহসানুল হক স্বপন উপস্থিত ছিলেন, যাঁরা স্ব-স্ব বিষয়ের উপর আলোকপাত করেন। প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। পরে প্রফেসর ড. আবু আশরাফ খান গাকৃবিতে গবেষণা উৎকর্ষ বিষয়ে তথ্যবহুল উপস্থাপনা তুলে ধরেন যেখানে গবেষণায় পর্যালোচনার সুবিধা, কার্যকর যোগাযোগ, গবেষণা নীতি সংশ্লিষ্ট সৃজনশীল ও উদ্ভাবনী দিকসমূহ আলোচিত হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. রমিজ উদ্দিন মিঞা কৌশলগত পরিকল্পনার মাধ্যমে কীভাবে একাডেমিক সাফল্য ও ভবিষ্যৎ প্রস্তুতির জন্য আত্ননির্ভরতা গঠন করা যায় সে বিষয়ে এক সমৃদ্ধ আলোচনা করেন। প্রফেসর ড. আইভী ভবিষ্যৎ সাফল্যের জন্য ব্যক্তিগত উন্নয়ন হিসেবে, আত্ম-জ্ঞান, আবেগী বুদ্ধিমত্তা, নতুন নতুন দক্ষতা অর্জনসহ বিবিধ বিষয়ে অতীব গুরুত্বপূর্ণ তথ্যাদি উপস্থাপন করেন। গবেষণা ও উৎপাদনশীলতার জন্য প্রযুক্তির ব্যবহার কীভাবে আমাদের জীবনকে সহজ করে প্রযুক্তি নির্ভর গবেষণায় যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তার উপর বিস্তর তথ্য তুলে ধরেন ড. আহসানুল হক স্বপন, যেখানে ডেটা বিশ্লেষণ ও মডেলিং, সাইটেশন ও রেফারেন্সিং প্রভৃতি বিষয়সমূহ গুরুত্ব পায়।

বিজ্ঞাপন

প্রশিক্ষণকে অধিকতর প্রাণবন্ত ও কার্যকর করতে প্রতি সেশন শেষে প্রশ্নোত্তর পর্ব, দলগত আলোচনাসহ কার্যত নিজেদের ভূমিকা রাখার ব্যবস্থা ছিল। প্রশিক্ষণের শেষ পর্যায়ে গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সমাপনী বক্তব্য প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

বিজ্ঞাপন

 

সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের কেবল একাডেমিক দক্ষতায় নয় বরং গবেষণা, সৃজনশীলতা এবং প্রযুক্তির মাধ্যমে সমৃদ্ধ ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। গবেষণার মাধ্যমে যে নতুন ধারণা ও উদ্ভাবন সামনে আসছে তা আমাদের শিক্ষার পরিসরকে আরো বিস্তৃত করবে’। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণার উৎকর্ষে কেবল দেশের কৃষি খাতের উন্নয়নই নয় বরং বিশ্বব্যাপী কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও উপাচার্য বক্তব্যে তুলে ধরেন।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD