অপারেশন ডেভিল হান্ট

গাজীপুরে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৫


গাজীপুরে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। রাতভর অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ ৪০ নেতাকর্মীকে আটক করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুরসহ সারা দেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’।


রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন।


আরও পড়ুন: জেলা আহ্বায়ক নির্বাচিত হলেন লৌহজংয়ের মিজান সিনহা


তিনি বলেন, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।


এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে। তাদের পক্ষ থেকে এখনও আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।


আরএক্স/