জেলা আহ্বায়ক নির্বাচিত হলেন লৌহজংয়ের মিজান সিনহা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটি মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। নবগঠিত কমিটিতে জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।
মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের বিশিষ্ট সিনহা পরিবারের সন্তান। তিনি শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নন, শিল্প ও ব্যবসা খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ-এর কর্ণধার হিসেবে তিনি সুপরিচিত।
নবগঠিত এই আংশিক আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সদস্য সচিব: মহিউদ্দিন আহমেদ
সদস্য: মো. আব্দুল্লাহ
সদস্য: শহীদুল ইসলাম মৃধা
সদস্য: আব্দুল বাতেন শামীম
সদস্য: সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ
সদস্য: আমিরুল হোসেন দোলন
মিজানুর রহমান সিনহার নেতৃত্বে নবগঠিত কমিটি মুন্সিগঞ্জ জেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে কাজ করবে বলে আশা করা হচ্ছে। দলীয় নেতাকর্মীরা মনে করছেন, তার অভিজ্ঞ নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা বিএনপির স্থানীয় সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করবে।
নতুন কমিটির দায়িত্ব ও প্রত্যাশা
রাজনৈতিক অঙ্গনে মিজানুর রহমান সিনহার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তার নেতৃত্বে নতুন কমিটি গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দলের নেতাকর্মীরা আশাবাদী।
নতুন কমিটি জেলার প্রতিটি পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে বদ্ধপরিকর বলে জানা গেছে। আগামী দিনে বিএনপির রাজনৈতিক কার্যক্রমকে আরও সুসংহত করতে নবনির্বাচিত আহ্বায়ক কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।