মিডিয়ায় ট্রায়াল’ নয়, প্রশংসা পাচ্ছেন ছাত্রদলকর্মী হিমেল

হিমেলের এই ব্যতিক্রমী উদ্যোগের খবর প্রকাশিত হলে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ জনমনে প্রশংসার জন্ম দেয়।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নকর্মী ও আনসার সদস্যদের জন্য নিজের খরচে ইফতারের আয়োজন করেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমেল আহমেদ। গত ১৮ মার্চের এই ব্যতিক্রমী উদ্যোগের ভিডিও ও খবর বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন পেজে ছড়িয়ে পড়ে। এটি বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষও ব্যাপকভাবে শেয়ার করছেন। কেউ কেউ লিখেছেন মানুষ এমন ছাত্র রাজনীতি চায়, যেখানে মানবতার বার্তা বহন করা হয়।
বিজ্ঞাপন
তার আগের দিন, ১৭ মার্চ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বক্তব্যে বলেন, ‘এক-এগারোর সময়কার মতো বিএনপির বিরুদ্ধে ‘মিডিয়া ট্রায়াল’-এর প্রেক্ষাপট তৈরির চেষ্টা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনে জেতার জন্য বিএনপির সম্ভাবনা যত বাড়ছে, তত বেশি বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে।’
বিজ্ঞাপন
এর পরের দিন, জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী ও নজরুল বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক হিমেলের এই ব্যতিক্রমী উদ্যোগের খবর প্রকাশিত হলে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ জনমনে প্রশংসার জন্ম দেয়। বিপ্লব আহমেদ নামে একজন নেটিজেন মন্তব্য করেন, ‘এটাই ইসলামের সৌন্দর্য। ছাত্রদলকে আন্তরিক ধন্যবাদ।
হিমেল আহমেদ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। দলের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী তিনি আন্দোলন-সংগ্রামে সম্মুখ নেতৃত্বে ছিলেন। এর আগে জুলাই বিপ্লবের পূর্বে আন্দোলনের অংশ হিসেবে প্রশাসনিক ভবনের তালা দিয়েছেন শিক্ষার্থীদের দাবী আদায়ে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি পারিবারিক সহযোগিতায় পরিচ্ছন্নকর্মী ও আনসার সদস্যদের জন্য ইফতার আয়োজন করে প্রশংসা কুড়িয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ছাত্রনেতা শাকিল আহমেদ, লিমন, ফারুক, শাহাদাৎ হোসেন চঞ্চলসহ অন্যান্য নেতা-কর্মীরা।
এসডি/
বিজ্ঞাপন