Logo

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৫, ২২:২২
46Shares
পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে পবিপ্রবির মূল ক্যাম্পাসের ৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে পবিপ্রবির মূল ক্যাম্পাসের ৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছভুক্ত অনুষদসমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় দেশের অন্যান্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে পবিপ্রবির মূল ক্যাম্পাসের ৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ বছর কৃষি, মাৎস্যবিজ্ঞান এবং অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের মোট ৪২৩টি আসনের বিপরীতে প্রায় ৪ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। পরীক্ষার দিনে উপস্থিত ছিল ২,৬২৭ জন শিক্ষার্থী, যা অংশগ্রহণ হার প্রায় ৬৫.৬৭ শতাংশ ।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মাদ আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা এবিএম সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

পরীক্ষার অভিজ্ঞতা জানাতে গিয়ে মাগুরা থেকে আগত পরীক্ষার্থী রুবাইয়া সিথি বলেন, ‘প্রশ্নপত্র অনেক ভালো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনাও ছিল প্রশংসনীয়।’

বিজ্ঞাপন

ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম অভিভাবকদের বসার জন্য তৈরি করা অস্থায়ী টেন্টগুলোয় ঘুরে ঘুরে অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন এবং ময়মনসিংহ থেকে আসা দু’জন ছাত্রীর অভিভাবক নজরুল ইসলাম, বরিশাল থেকে আসা অভিভাবক আলমগীর হোসেন, শরীয়তপুর থেকে আসা ফাতেমা, বাউফল থেকে আসা এডভোকেট আমির হোসেনসহ বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলেন পাশাপাশি তাদেরকে বিশ্ববিদ্যালয়ে মাদক ও র‍্যাগিংমুক্ত পরিবেশ বজায় রাখা এবং সেখানে তিনি শতভাগ সফল হয়েছেন সে সম্পর্কে অবহিত করেন। অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের সুন্দর ও সুশৃঙ্খল মনোমুগ্ধকর পরিবেশ এবং ভিসি’র বিভিন্ন উন্নয়নমুলক ও সামাজিক কার্যক্রমের ভুয়শী প্রশংসা করেন এবং ভাইস-চ্যান্সেলরের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন

পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও সাংবাদিকদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD