হজ শেষে দেশে ফিরেছেন ৫১ হাজার ৬১৫ হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ৫১ হজার ৬১৫ জন হাজি দেশে ফিরেছেন।
বিজ্ঞাপন
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ৫১ হজার ৬১৫ জন হাজি দেশে ফিরেছেন। বুধবার (২৫ জুন) রাত পর্যন্ত এসব হজিরা দেশের মাটিতে পা রাখে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৪৬ হাজার ৬০৮ জন দেশে ফিরেছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ২২ হাজার ১৪৯ জন, সৌদি পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইনসের ফ্লাইটে ২১ হাজার ২৫ এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইটে ৮ হাজার ৪৪১ জন দেশে ফিরেছেন। মোট ১৩৪টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে এ পর্যন্ত। এর মধ্যে ৫৮টি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের, ৫৪টি সাউদিয়ার এবং ২২টি ফ্লাইনাস এয়ারলাইনসের।
পবিত্র হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৩৮ জন বাংলাদেশি সৌদি আরবে মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। এদের মধ্যে ২৫ জন মক্কায়, ১১ জন মদিনায় এবং জেদ্দা ও আরাফায় ১ জন করে মারা গেছেন।
বিজ্ঞাপন
সৌদি আরবের সরকারি হাসপাতালগুলো এ পর্যন্ত ৩০৮ জন বাংলাদেশিকে চিকিৎসা সেবা দিয়েছে। এদের মধ্যে এখনো ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট আগামী মাসের ১০ জুলাই।
বিজ্ঞাপন
এসডি/








