খতম তারাবির জন্য ইতিকাফকারী অন্য মসজিদে গেলে ইতিকাফ ভাঙবে?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৫

রমজানের শেষ ১০ দিন একটি গুরুত্বপূর্ণ ইবাদত ইতিকাফ। ইতিকাফ মুসলিমদের জন্য পালন করা সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া। এলাকার কেউ একজন আদায় করলেও সবাই দায়িত্ব থেকে মুক্তি পাবে। আর যদি ওই এলাকার কেউ আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে।
আরও পড়ুন: বদর যুদ্ধ : ইসলাম বিকাশের ভিত্তি স্থাপন
ইতিকাফের সম্পর্ন সময় ইবাদতে মগ্ন থাকা উচিত। পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তায়ালা বলেন-
‘وَاِذۡ جَعَلۡنَا الۡبَيۡتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمۡنًا ؕ وَاتَّخِذُوۡا مِنۡ مَّقَامِ اِبۡرٰهٖمَ مُصَلًّى ؕ وَعَهِدۡنَآ اِلٰٓى اِبۡرٰهٖمَ وَاِسۡمٰعِيۡلَ اَنۡ طَهِّرَا بَيۡتِىَ لِلطَّآٮِٕفِيۡنَ وَالۡعٰكِفِيۡنَ وَالرُّکَّعِ السُّجُوۡدِ ١٢٥
ইতিকাফের পুরো সময় মসজিদে অবস্থান করতে হয়। এ সময় প্রাকৃতিক ও আবশ্যকীয় প্রয়োজন ছাড়া ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে বের হওয়া বৈধ নয়। কেউ বের হলে ইতিকাফ ভেঙে যাবে। হাদিস শরিফে এসেছে
أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ وَإِنْ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَيُدْخِلُ عَلَيَّ رَأْسَهُ وَهُوَ فِي الْمَسْجِدِ فَأُرَجِّلُهُ وَكَانَ لاَ يَدْخُلُ الْبَيْتَ إِلاَّ لِحَاجَةٍ إِذَا كَانَ مُعْتَكِفًا
হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল (সা.) মসজিদে থাকাবস্থায় আমার দিকে মাথা বাড়িয়ে দিতেন আর আমি তা আঁচড়িয়ে দিতাম এবং তিনি যখন ইতিকাফে থাকতেন তখন (প্রাকৃতিক) প্রয়োজন ব্যতীত ঘরে প্রবেশ করতেন না।’ (সহিহ বুখারি, হাদিস: ২০২৯)
আরও পড়ুন: বৃষ্টির পানি অসতর্কতাবশত মুখে গেলে রোজা ভাঙবে?
কোনো মসজিদে যদি খতম তারাবির পড়ার জন্য আয়োজন না থাকে সে ক্ষেত্রে খতম তারাবি পড়ার জন্য অন্য মসজিদে যাওয়া যাবে না। এর কারণ, খতম তারাবি পড়া আবশ্যকীয় কোনো প্রয়োজন নয় তাই খতম তারাবির জন্য অন্য মসজিদে গেলে ইতিকাফ ভেঙে যাবে।
এসডি/