Logo

খতম তারাবির জন্য ইতিকাফকারী অন্য মসজিদে গেলে ইতিকাফ ভাঙবে?

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মার্চ, ২০২৫, ০২:০৪
51Shares
খতম তারাবির জন্য ইতিকাফকারী অন্য মসজিদে গেলে ইতিকাফ ভাঙবে?
ছবি: সংগৃহীত

ইতিকাফ মুসলিমদের জন্য পালন করা সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া।

বিজ্ঞাপন

রমজানের শেষ ১০ দিন একটি গুরুত্বপূর্ণ ইবাদত ইতিকাফ। ইতিকাফ মুসলিমদের জন্য পালন করা সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া। এলাকার কেউ একজন আদায় করলেও সবাই দায়িত্ব থেকে মুক্তি পাবে। আর যদি ওই এলাকার কেউ আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে।

বিজ্ঞাপন

ইতিকাফের সম্পর্ন সময় ইবাদতে মগ্ন থাকা উচিত। পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তায়ালা বলেন-

‘وَاِذۡ جَعَلۡنَا الۡبَيۡتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمۡنًا ؕ وَاتَّخِذُوۡا مِنۡ مَّقَامِ اِبۡرٰهٖمَ مُصَلًّى​ ؕ وَعَهِدۡنَآ اِلٰٓى اِبۡرٰهٖمَ وَاِسۡمٰعِيۡلَ اَنۡ طَهِّرَا بَيۡتِىَ لِلطَّآٮِٕفِيۡنَ وَالۡعٰكِفِيۡنَ وَالرُّکَّعِ السُّجُوۡدِ‏  ١٢٥

বিজ্ঞাপন

ইতিকাফের পুরো সময় মসজিদে অবস্থান করতে হয়। এ সময় প্রাকৃতিক ও আবশ্যকীয় প্রয়োজন ছাড়া ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে বের হওয়া বৈধ নয়। কেউ বের হলে ইতিকাফ ভেঙে যাবে। হাদিস শরিফে এসেছে

বিজ্ঞাপন

أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ وَإِنْ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَيُدْخِلُ عَلَيَّ رَأْسَهُ وَهُوَ فِي الْمَسْجِدِ فَأُرَجِّلُهُ وَكَانَ لاَ يَدْخُلُ الْبَيْتَ إِلاَّ لِحَاجَةٍ إِذَا كَانَ مُعْتَكِفًا

বিজ্ঞাপন

হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল (সা.) মসজিদে থাকাবস্থায় আমার দিকে মাথা বাড়িয়ে দিতেন আর আমি তা আঁচড়িয়ে দিতাম এবং তিনি যখন ইতিকাফে থাকতেন তখন (প্রাকৃতিক) প্রয়োজন ব্যতীত ঘরে প্রবেশ করতেন না।’ (সহিহ বুখারি, হাদিস: ২০২৯)

বিজ্ঞাপন

কোনো মসজিদে যদি খতম তারাবির পড়ার জন্য আয়োজন না থাকে সে ক্ষেত্রে খতম তারাবি পড়ার জন্য অন্য মসজিদে যাওয়া যাবে না। এর কারণ, খতম তারাবি পড়া আবশ্যকীয় কোনো প্রয়োজন নয় তাই খতম তারাবির জন্য অন্য মসজিদে গেলে ইতিকাফ ভেঙে যাবে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD