Logo

রাশিয়ার মান সংস্থার সাথে বিএসটিআই’র সমঝোতা স্বারক স্বাক্ষর

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুলাই, ২০২৫, ০২:২৫
23Shares
রাশিয়ার মান সংস্থার সাথে বিএসটিআই’র সমঝোতা স্বারক স্বাক্ষর
ছবি: সংগৃহীত

মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন এর সাথে রাশিয়ার মান সংস্থা-ফেডারেল এজেন্সি অন টেকনিক্যাল রেগুলেটিং

বিজ্ঞাপন

বাংলাদেশের জাতীয় মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন এর সাথে রাশিয়ার মান সংস্থা-ফেডারেল এজেন্সি অন টেকনিক্যাল রেগুলেটিং এন্ড মেট্রোলজি (জিওএসটি আর) এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হয়েছে।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম এবং রাশিয়ার পক্ষে ‘ফেডারেল এজেন্সি অন টেকনিক্যাল রেগুলেটিং অ্যান্ড মেট্রোলজি (GOST R)’ সংস্থার প্রধান নির্বাহী আন্তন শালায়েভ।

বিজ্ঞাপন

দু’দেশের জাতীয় মান প্রণয়নে সহযোগিতা, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্যে মানগত সমন্বয়ের লক্ষ্যে এ সমঝোতা স্বারক সই হয় বলে জানায় সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নুর এনডিসি।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর একাতেরিনা সেমিনোভা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক মোঃ মোশারফ হোসেন, এফবিসিসিআই’র প্রশাসক মো. হাফিজুর রহমানসহ শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, রাশিয়ান দূতাবাস এবং বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD