Logo

দুই দিনের রিমান্ডে সাবেক এমপি শফিকুল ইসলাম অপু

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৫, ২২:২৪
43Shares
দুই দিনের রিমান্ডে সাবেক এমপি শফিকুল ইসলাম অপু
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।

সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শফিকুল ইসলাম অপুকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক ওয়াজিদুর রহমান তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে ঢাকার ধানমন্ডির বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ অপুকে গ্রেপ্তার করে। পরে সদর থানা পুলিশ তাকে ঝিনাইদহে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরে তাকে আদালতে হাজির করলে রিমান্ডের আবেদন করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ৪ আগস্টের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে থানায় হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD