Logo

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির বিচার শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৫, ২২:১০
22Shares
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির বিচার শুরু
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির বিচার শুরু

বিজ্ঞাপন

সাভারের আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১৩ আগস্ট রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।

বিজ্ঞাপন

প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। 

বিজ্ঞাপন

অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে গুলি করে একজনকে হত্যা করা হয়। পরদিন ৫ আগস্ট ছয়জনকে হত্যা করে পাঁচজনের মরদেহ ও আহত একজনকে পুড়িয়ে ফেলা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। মামলার সঙ্গে ৩১৩ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ, ৬২ জন সাক্ষী, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং দুটি পেনড্রাইভ জমা দেওয়া হয়েছে।

তবে মামলার প্রধান আসামি সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজন এখনো পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD