Logo

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ২

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৫, ০৩:১২
36Shares
ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ২
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন দুজন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

রাজধানীতে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন দুজন শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির (২২) ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জামির (২১)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, সংঘর্ষের পর দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়েছে এবং দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিউমার্কেট থানার আওতাধীন সায়েন্সল্যাব এলাকায় এ সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে একজন আহত হন। একইভাবে ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন অন্তত ১৮ জন। এরপর ২০ ফেব্রুয়ারি ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার জেরে ফের সংঘর্ষ হয়। আর ১৮ মার্চের সংঘর্ষে আহত হন কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী ও পথচারী।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD