Logo

৭০ বছরেও তরুণ থাকতে চান? এই সাত ধরনের খাবার খেতে শুরু করুন

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৫, ০৬:১০
143Shares
৭০ বছরেও তরুণ থাকতে চান? এই সাত ধরনের খাবার খেতে শুরু করুন
ছবি: সংগৃহীত

আর ৭৫ বছর বয়সেও সুস্থ থাকার সম্ভাবনা বেড়েছে প্রায় দ্বিগুণ

বিজ্ঞাপন

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ এই তথ্য। উদ্ভিজ্জ খাবার নিয়মিত খেলে দীর্ঘায়ু হওয়ার পাশাপাশি সুস্থ থাকার সম্ভাবনাও অনেকটা বেড়ে যায়। বিশেষ করে মধ্যবয়স থেকেই এই অভ্যাস গড়ে তুলতে পারলে বয়স বাড়লেও শরীর ও মনের তারুণ্য বজায় রাখা সম্ভব।

গত মার্চে আন্তর্জাতিক জার্নাল নেচার মেডিসিনে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, উদ্ভিজ্জ খাদ্যাভ্যাস বয়সজনিত জটিলতা কমাতে বেশ সাহায্য করে। গবেষকেরা ৩০ বছর ধরে ৩৯ থেকে ৬৯ বছর বয়সী এক লাখ পাঁচ হাজার মানুষকে পর্যবেক্ষণ করেছেন। তাদের মধ্যে যারা স্বাস্থ্যকর খাদ্য তালিকা মেনে চলেছেন, ৭০ বছর বয়সে এসে তাদের সুস্থ থাকার সম্ভাবনা বেড়েছে ৮৬ শতাংশ। আর ৭৫ বছর বয়সেও সুস্থ থাকার সম্ভাবনা বেড়েছে প্রায় দ্বিগুণ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যে সাত ধরনের খাবার বেশি খেতে হবে

১.ফলমূল

বিজ্ঞাপন

২.সবজি

৩.গোটা শস্য (রিফাইনড নয়)

৪.লেগিউম (শিম, মটর, ছোলা, চানা, মসুর ডাল ইত্যাদি)

বিজ্ঞাপন

৫.বাদামজাতীয় খাবার

৬.অসম্পৃক্ত স্নেহ পদার্থ (উদ্ভিজ্জ তেল, মাছের তেল)

৭.লো–ফ্যাট দুগ্ধজাত খাবার (পরিমিত পরিমাণে)

বিজ্ঞাপন

যে পাঁচ ধরনের খাবার কম খেতে হবে কিংবা বাদ দিতে হবে

বিজ্ঞাপন

১.চিনিযুক্ত পানীয়

বিজ্ঞাপন

২.লাল মাংস

৩.ট্রান্স ফ্যাট (ফাস্টফুড, বেক করা খাবার, মার্জারিন)

৪.অতিরিক্ত লবণ (যেমন পাতে বাড়তি লবণ)

বিজ্ঞাপন

৫.প্রক্রিয়াজাত মাংস

গবেষকেরা জানিয়েছেন, উদ্ভিজ্জ খাদ্যাভ্যাস কেবল রোগ প্রতিরোধেই নয়, বরং দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতেও কার্যকর ভূমিকা রাখে। তবে এর পাশাপাশি সঠিক পরিমাণে প্রাণীজ খাদ্য যোগ করলে শরীর আরও সুস্থ ও সক্রিয় থাকবে। হার্ভার্ডের গবেষকদের ভাষায় ভবিষ্যতের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই হবে উদ্ভিজ্জভিত্তিক খাদ্য তালিকা।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD