Logo

তারেক রহমান-বাবরসহ সব আসামির খালাস বহাল রাখল আপিল বিভাগ

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৫, ২১:১৪
50Shares
তারেক রহমান-বাবরসহ সব আসামির খালাস বহাল রাখল আপিল বিভাগ
ছবি: সংগৃহীত

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত ছয় বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষে আজকের দিন রায়ের জন্য নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের দেওয়া শাস্তির রায় বাতিল করে তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের খালাস দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে এবং ১ জুন আপিল বিভাগে আপিলের অনুমতি পায়।

উল্লেখ্য, ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত এ মামলায় বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০০৪ সালের সেই হামলায় আওয়ামী লীগের অন্তত ২৪ জন নেতা-কর্মী নিহত হন। পরবর্তীতে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD