Logo

আদালতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউর নিন্দা

profile picture
জনবাণী ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৫
44Shares
আদালতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউর নিন্দা
ছবি: সংগৃহীত

সেই হামলাগুলোর বিচার হলে আবারো এমন ঘটনা ঘটতো না

বিজ্ঞাপন

পেশাগত দায়িত্ব পালনকালে আদালতে সাংবাদিকদের ওপর কতিপয় আইনজীবীদের হামলা ও হেনস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর এজলাসে আইনজীবীদের হামলা ও হেনস্থার স্বীকার হন ডিআরইউ সদস্য মোক্তাদির রশীদ রোমিও এবং সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম। 

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হমলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার উপর হুমকী। এর আগেও আদালত পাড়ায় সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। সেই হামলাগুলোর বিচার হলে আবারো এমন ঘটনা ঘটতো না। 

হামলা রোধ ও হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলাবাহীনির আরো আন্তরিক হওয়া প্রয়োজন। একইসাথে ভিডিও ফুটেজ দেখে দোষীদের  চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আহবান জানাচ্ছে ডিআরইউ।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD