Logo

ডিএমপির ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৬
32Shares
ডিএমপির ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয়জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন দু’জন যুগ্ম পুলিশ কমিশনার ও চারজন সহকারী পুলিশ কমিশনার।

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয়জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন দু’জন যুগ্ম পুলিশ কমিশনার ও চারজন সহকারী পুলিশ কমিশনার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক আদেশে এ পরিবর্তন আনা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) মোহাম্মদ এনামুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাফিক-দক্ষিণ জোনে। অন্যদিকে ট্রাফিক-দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম পুলিশ কমিশনার (আইসিটি) পদে।

এ ছাড়া সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আক্কাস আলীকে বদলি করে পাঠানো হয়েছে ট্রাফিক-রমনা জোনে। সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার তৌফিক আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে ট্রাফিক-সবুজবাগ জোনে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, ট্রাফিক-রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল হান্নান খানকে দায়িত্ব দেওয়া হয়েছে পেট্রোল-ধানমন্ডি জোনে। একইসঙ্গে পেট্রোল-ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার এস এম হাসিবুর রহমান বাবুকে বদলি করে পাঠানো হয়েছে ট্রাফিক-কোতয়ালী জোনে।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD