Logo

জামায়াতের সঙ্গে জোট করার সম্ভাবনা আছে: ফয়জুল করীম

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুন, ২০২৩, ০১:৩৪
42Shares
জামায়াতের সঙ্গে জোট করার সম্ভাবনা আছে: ফয়জুল করীম
ছবি: সংগৃহীত

শীত এলে যেমন একসঙ্গে জোট হয়ে কম্বল ব্যবহার করে না নিজে নিজে ব্যবহার করে

বিজ্ঞাপন

সম্প্রতি সিটি করপোরেশনসহ প্রায় সব নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছে ইসলামী আন্দোলন। সম্প্রতি বরিশাল নির্বাচনে অংশ নেওয়ার পর চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন নায়েবে আমির হামলার শিকার হন।

এর পর থেকে সরকার পতনের দাবিতে সোচ্চার হয়ে ওঠে দলটি। পাশাপাশি জাতীয় সরকারের অধীনে ছাড়া আর কোনো নির্বাচনে অংশ নেবে না ইসলামী দল বলে ঘোষণা দেয়। 

বিজ্ঞাপন

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মুফতি ফয়জুল করীম। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, গুঞ্জন উঠেছে ইসলামী দলগুলো এক জোট হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। 

বিজ্ঞাপন

সেখানে জামায়াত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে মুফতি ফয়জুল করীম বলেন, সম্ভাবনা আছে। মূলত কথা হচ্ছে, আমরা রাস্তায় আন্দোলন করব। সেখানে কে থাকবে, আর কে থাকবে না— কীভাবে বলব? শীত এলে যেমন একসঙ্গে জোট হয়ে কম্বল ব্যবহার করে না। নিজে নিজে ব্যবহার করে। নিজেদের প্রয়োজনে করে। আন্দোলনের জন্য জোট যে জরুরি তা মনে করি না। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নিজেদের প্রয়োজনে নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করবে। এটাই আমার কথা। জামায়াত যদি আন্দোলনের প্রয়োজন মনে করে তা হলে আন্দোলনে আসবে। 

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD