Logo

রিজভী বললেন, এই সংসদ জনগণের নয়

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জানুয়ারী, ২০২৪, ০৭:২০
54Shares
রিজভী বললেন, এই সংসদ জনগণের নয়
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

দ্বিতীয় বাকশালী সংসদের কলঙ্কিত যাত্রা শুরু হয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংসদের সব সদস্যই একদলের। ডামি নির্বাচনের পর ডামি শপথে অবৈধ সংসদ দেশের গণতান্ত্রিক মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এই সংসদ জনগণের নয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিএনপির সিনিয়র জ্যেষ্ঠ মহাসচিব বলেন, “বিরোধীদলকে  (জাতীয় পার্টি) দয়া করে ১১টি আসন ছেড়ে দিয়েছে সরকার। নতুন নতুন অপকৌশলে জনগণকে বঞ্চিত করে ক্ষমতা ধরে রেখেছেন তারা।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ অপরাধপ্রবণ রাজনৈতিক দল। আওয়ামী লীগের জনভিত্তি ধসে গেছে বলে দলের নেতারা আবোল-তাবোল বক্তব্য দিচ্ছেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় তিনি জানান, জনগণের ভোট বর্জন গণতন্ত্রকামীদের বিজয়। অবৈধ সংসদ বাতিল করে লুণ্ঠিত মানবাধিকার, ভোটাধিকার ফিরিয়ে আনতে সংকল্পবদ্ধ হতে হবে আমাদের।

বিভিন্ন এলাকায় কালো পতাকা মিছিলে বাধা দিচ্ছে পুলিশ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন রিজভী।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD